আজকে আমি অনেক খুশি। কারণ আমি আমার ভালোবাসার মানুষ টাকে সারপ্রাইজ দিতে যাচ্ছি। জানিনা কতোটা খুশি হবে বাট খুশি করার চেষ্টা করবো। এখন সময় ৬/২/২৫ রাত ৯:০০ টা।
আমি তার সাথে দেখা করবো ভেবে বের হয়েছি। যদি কোনো সমস্যা না হয় ইনশাআল্লাহ ৭ তারিখে দেখা হবে আমাদের।
মজার বিষয় হচ্ছে সে জানে না যে আমি তার সাথে দেখা করবো। সে জানে আমি একটা কাজে বাজারে বসে আছি। হঠাৎ ৯:৩০ এর দিকে কল কাটার আগে বললাম। জান আমি অনেক কাজ করছি সারা দিন সো রাতে ঘুমায় যাবো কিছু মনে কইরো না। সত্যি সেদিন অনেক কাজ করছিলাম। তাই সে স্বাভাবিক ভাবেই মনে নিয়েছিলো।
আর হ্যা আমাদের লং ডিস্টেন্স এর রিলেশনশিপ ছিলো। যে কারণে সারপ্রাইজ দেওয়া ও কঠিন। সে মাঝে মাঝে রাতে কল দিচ্ছিলো আমি ধরি নাই যেনো সে ভাবে ঘুমায় গেছি। পরে পাগলি টা ঘুমায় যায়।
পরের দিন আমাদের দেখা হয়। আমি কল দিলাম বললাম আমি তোমাদের এখানে আসছি দেখা করো। সে বললো ফাজলামো করো আমার সাথে। আমি বললাম ফাজলামো না সত্যি। এক স্থানের নাম করে বললাম আমি এখানে তখন সে বুঝতে পারলো আমি সত্যি আসছি। পরে দেখা করলাম। সে সত্যি অবাক হয়ে গিয়েছিল। সে ভাবেই নাই আমি এমন করবো।
পাগলিটাকে একটু জড়ায় ধরলাম। কিছু সময় পরে তাকে নিয়ে ঘুরতে বের হলাম। সারা দিন ঘুরলাম।বেড়ানো শেষে বাড়ি আসতে মন চাচ্ছিলো না। কিছু তো করার নাই বাড়ি আসার জন্য রেডি হলাম। খুবই মিচ করছিলাম। মনে হচ্ছিল যদি সামর্থ থাকতো তাকে নিয়ে বাড়ি আসতাম। যাই হোক সে খুবই খুশি হয়েছিলো। অনেক দিন পরে আমাদের দেখা হয়েছিলো।
সব শেষে বলতে চাই, আমি তাকে অনেক অনেক ভালোবাসি ❤️ সারা জীবন ভালোবাসতে চাই।
I love u ❤️
ক্যাটেগরিঃ
ভালোবাসার প্রতিদিন