ভালোবাসার প্রতিদিন ১৯/০২/২৫



আজ আমার জানটা ঢাকায় যাচ্ছে। আমি ব্যাস্ততার কারণে তার তেমন একটা খোঁজ খবর নিতে পারি নাই। আমি জানি সে আমাকে খুব খুব ভালোবাসে। আমি একটি কাজে বাইরে গেছিলাম এতো লেট হবে ভাবি নাই। ফোন টা ও চার্জে রেখে গেছিলাম। পাগলিটা আমাকে অনেক বার কল দিছে অনেক ম্যাসেজ দিছে। কোনো রিপ্লাই না পেয়ে ভাবছে আমি ইচ্ছে করে এগুলো করেছি। অনেক কান্না করেছে 🥺🥺 আমার ও অনেক কষ্ট হচ্ছে। আমি সত্যি তাকে একটু ও কষ্ট দিতে চেয়েছিলাম না। বাট 🥺🥺 আমার ওপর রাগ করে আমাকে ব্লক করে দিয়েছে। জানিনা কখন খুলবে। আমি তার কথায় ভাবছি। কিভাবে একটু কথা বলবো কিভাবে তার রাগ ভাঙ্গাবো বুঝতে পারছি না। খুবই মিচ করছি। আমি সত্যি আজকের জন্য সরি😭 

I love u❤️ Miss U❤️

কমেন্ট

Previous Post Next Post