ভালোবাসার প্রতিদিন
আমি প্রতি দিনের মতো আজ ও ঘুমিয়ে ছিলাম। কিন্তু প্রতিদিন সকাল ছাড়া জাগা পাই না। আজ কেনো জানি হঠাৎ করে ঘুম ভেঙে গেলো। নিজের অজান্তেই ভালোবাসার মানুষটিকে বিছানায় খুজছিলাম। মনেই ছিলোনা সে আমার বিছানায় তো দুরের করা সে আমার নাগালের বাইরে🥺 কারণ, সে আমার সাথে অভিমান করছে আজ ৪ দিন হয়ে গেলো।
কেনো জানি তাকে খুবই খুবই মিচ করছি। কেনো করছি জানি না। হয়তো তাকে অনেক ভালোবাসি। তবে এটা সত্যি সে ভাবে তাকে আমি একটুও ভালোবাসি না। কিন্তু আমি তো জানি আমি কতোটা ভালোবাসি তাকে🥺🥺
I Love U🥺 আমি কিভাবে বোঝাবো তোমায় আমি কতোটা মিচ করছি তোমাকে। আমি জানি তুমি ও আমার সাথে কথা না বলে ভালো নাই। কিন্তু তবুও তুমি কোনোভাবেই যোগাযোগ করছো না। আর যোগাযোগ না করলে তোমার অভিমান ভাঙাবো কেমনে বলো🥺
তোমার সকল সৃতি গুলো মনে পড়ছে। তোমার ছবি গুলো, ভিডিও, দুষ্টামি সব ভিডিও দেখছি। অনেক ভালো লাগছে তোমাকে দেখতে। কিন্তু তোমাকে আমি এভাবে না দেখে ভালো ভাবে দেখতে চাই😭
বুঝতে পারছি না আজ ঘুমাতে পারবো কিনা। এতো এতো মিচ করছি হয়তো আজ ঘুম আসবে না। এক মুহুর্তের জন্য তার মুখ টা আমার চোখ থেকে যাচ্ছে না।
কেমন আছো তুমি🥺 জানি না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি জানি আমি তোমার মতো করে তোমাকে ভালোবাসি না। কিন্তু এটা ও সত্যি আমি শুধু তোমাকেই ভালোবাসি।
তুমি ও জানো আমি কোনো মেয়ের প্রতি দুর্বল না। আমি যেটুকু সময় দি তোমাকেই, যেটুকু কথা বলি তোমার সাথেই। অন্য কোনো মেয়ের সাথে কথা বলি না। তার পরে ও তুমি ভাবো আমি তোমাকে ভালোবাসি না।
জানিনা তোমার এই রাগ কবে ভাঙবে। তোমার অপেক্ষায় থাকবো সারা জীবন 🥺 যেভাবেই থাকো যেখানেই থাকো ভালো থেকো।
I love u jan amr.... Miss u🥺🥺🥺
Sohan+Nupur