অভিমানী ভুলগুলো যেন ফুল হয় লিরিক্স
Ovimani Vul Gulo Jeno Full Hoi Lyrics
তোর কাছে যেতে চাই হৃদয় মানে না বারণ। বৃষ্টির শহরে মেঘলা আমার এ মন।
তোর কাছে যেতে চাই হৃদয় মানে না বারণ। বৃষ্টির শহরে মেঘলা আমার এ মন।
তুই কি আমার মতো ভাবিস আমায়, ভালোবাসা খুঁজে নিস জলের ছোঁয়ায়, তোকে ছাড়া হয় না তো কোন উৎসব, তুইইইইইইইইইইইই
তুই তো আমার সব।
তুইইইইইইইইইইইই, তুই তো আমার সব, তুই তো আমার সব।
মিউজিক,,,,,,,,,,,,,,,,
অভিমানী ভুলগুলো যেন ফুল হয়, একা একা কাটে না তো বিরহী সময়।
অভিমানী ভুলগুলো যেন ফুল হয়, একা একা কাটে না তো বিরহী সময়।
তুই কি আমার মত স্বপ্ন দেখিস, চোখের আকাশ জুড়ে আমায় আকিস।
তোকে ছাড়া হয়না তো কোন উৎসব। তুইইইইইইইইইইইই,
তুই তো আমার সব।
তুইইইইইইইইইইইই, তুই তো আমার সব, তুই তো আমার সব।
মিউজিক,,,,,,,,,,,,,,,,
ভেজা চোখে ঝরে পড়ে শিশিরের সুর।
তোর কথা মনে পড়ে রাত্রি দুপুর।
ভেজা চোখে ঝরে পড়ে শিশিরের সুর।
তোর কথা মনে পড়ে রাত্রি দুপুর।
তুই কি আমার মত উদাস কবি।
লিখে যাস হৃদয়ে কাব্য ছবি।
তোকে ছাড়া হয় না তো কোন উৎসব। তুইইইইইইইইইইইই,
তুই তো আমার সব।
তুইইইইইইইইইইইই, তুই তো আমার সব, তুই তো আমার সব।
ক্যাটেগরিঃ
লিরিক্স / Lyrics